বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের জন্য দেশের ৯ হাজার ডাকঘরে সকল অপারেটরের অস্থায়ি কেন্দ্র বসানো হবে
প্রকাশিত : ১৯:২৮, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:২৮, ৪ এপ্রিল ২০১৬
প্রত্যন্ত অঞ্চলের মানুষ মোবাইল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন সুবিধার জন্য দেশের ৯ হাজার ডাকঘরে সকল অপারেটরের অস্থায়ি কেন্দ্র বসানো হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, গ্রামে সব জায়গায় রেজিস্ট্রেশন পয়েন্ট না থাকার কারনে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে এরই মধ্যে বিটিআরসিকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনে যাদের আঙ্গুলের ছাপ মিলছেনা তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। ৩০শে এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক রেচিস্ট্রেশন না করলে পর্যায় ক্রমে সিম বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
আরও পড়ুন