ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বঙ্গোপসাগরের মৎস্য ভান্ডার শূণ্য হয়ে পড়ছে

প্রকাশিত : ০৯:৫৩, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪১, ৬ এপ্রিল ২০১৬

ক্রমশ শূণ্য হয়ে পড়ছে বঙ্গোপসাগরের বিশাল মৎস্য ভান্ডার। মৎস্য অধিদফতরের কর্মকর্তারা বলছেন, অবাধে শিকারের ফলে মাছের প্রজনন ক্ষতিগ্রস্থ হওয়ায় মৎস্য ভান্ডারে এই শূণ্যতার সৃষ্টি হচ্ছে। এদিকে সাগরে মাছ ধরার মৌসুমে জলদস্যুদের হামলা এবং আক্রমনের কারণে শিকারে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন জেলেরা। পরিস্থিতির উন্নয়নে অবাধে মাছ নিধন বন্ধ এবং সাগরে নিরাপত্তা বাড়ানোর দাবী জানিয়েছেন তারা। বঙ্গোপসাগরের বিশাল মৎস্য ভান্ডারে এক সময় পাওয়া যেত নানা প্রজাতির মাছ। সাগর থেকে ধরে আনা এসব মাছ বিক্রী করা হয় চট্টগ্রামের পাইকারি বাজার ফিশারী ঘাটে। দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশেও ব্যাপক চাহিদা রয়েছে এসব সামুদ্রিক মাছের। চাহিদা বেড়ে যাওয়ার কারণে বৈধ ফিশিং ট্রলারের পাশাপাশি অবৈধ ফিশিং ট্রলারের মাধ্যমে অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। ফলে মৎস্য ভান্ডার শুণ্য হয়ে যাচ্ছে বলে জানান জেলেরা। মাছের উৎপাদন কমে যাওয়ার কথা স্বীকার করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহনের কথা বলেছেন মৎস্য অধিদফতরের কর্মকর্তারা। এদিকে সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়ছেন জেলেরা। মাছ লুটের পাশাপাশি জেলেদের অপহরন এমনকি হত্যা করে সাগরে ফেলে দেয়া হয়। এ কারণে সাগরে মাছ ধরার আগ্রহ হারিয়ে ফেলার কথা জানান জানান জেলেরা। তবে কোষ্টগার্ড কর্মকর্তারা বলছেন, জলদস্যুদের  বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত রয়েছে। বঙ্গোপসাগরে মৎস্য ভান্ডার রক্ষা এবং জেলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি