ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

প্রকাশিত : ০৯:৫১, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৫১, ৬ এপ্রিল ২০১৬

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে যায় বিদ্যুত সরবরাহ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়,  ঝড়ের গতিবেগ ঘন্টায় ছিল ৮৫ কিলোমিটার। ঝড়ের সময় দামুড়হুদার চিৎলা গ্রামে পল্লী বিদ্যুতের খুঁিট রাস্তার ওপর ভেঙ্গে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ফায়ার সার্ভিস গাছ সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ঝড়ের কারণে আম লিচু, ভুট্টা ও বোরো  ধান খেতের বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছেন রাস্তায় গাছ অপসারণের জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার মেয়রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি