ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা ভেস্তে গেছে

প্রকাশিত : ১৪:০৭, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:০৭, ৪ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

syriaসিরিয়ায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা ভেস্তে গেছে। তবে, আলোচনা এখনো ব্যর্থ হয়নি বলে দাবি জাতিসংঘের বিশেষ দূত স্টেফানের। আগামী ২৫শে ফেব্র“য়ারি ফের আলোচনা শুরু হবে বলে জানান তিনি। শান্তি আলোচনায় বসার সিদ্ধান্তের পরও বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো শহরে সরকারী বাহিনীর হামলার কারণে এ অচলাবস্থা তৈরি হয়। এদিকে, জাতিসংঘের এই সিদ্ধান্তের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আর রাশিয়ার সমালোচনা করছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। অপরদিকে, সিরিয়ার সরকার এবং বিরোধী, উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি