ভ্যাট-ট্যাক্সের ফাঁদে দেশি রাবার, গুদামে থেকে হয়ে পড়ছে ব্যবহার অনুপযোগী; প্রণোদনা চান সংশ্লিষ্টরা
প্রকাশিত : ১৪:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০১৬
ভ্যাট-ট্যাক্সের ফাঁদে দেশি রাবার, গুদামে থেকে হয়ে পড়ছে ব্যবহার অনুপযোগী; প্রণোদনা চান শিল্প সংশ্লিষ্টরা।
দেশি রাবারের চাহিদা কম থাকায় সংকট চলছে এই শিল্পে। সরকারি-বেসরকারি বাগান থেকে উৎপাদন হওয়া কয়েক হাজার টন রাবার দীর্ঘদিন গুদামে পড়ে থাকায় রাবারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। কৃষিপণ্য হলেও বেশি ভ্যাট ও আয়করের জন্য দেশি রাবারের দাম বেশি। আর কম ভ্যাটে বিদেশি রাবার আমদানির কারণেই দেশি এ শিল্পটি মার খাচ্ছে।
আগের মত সু-দিন নেই, রাবার বাগানের ট্যাপারদের। ভালো দাম না পাওয়ায় গাছের অযতেœ ‘কষ’ নিঃসরণ কমে গেছে বলেই, মুজুরী কমেছে শ্রমিকদের।
বাজারে দেশী রাবারের চাহিদা কম; নেই বিক্রিও।
দেশের ১৮টি সরকারি এবং বহু বে-সরকারী রাবার বাগানের চিত্র এরকমই। কৃষি পণ্য হলেও ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর আরোপে মন্দাভাব রাবার বাজারে।
অবিক্রিত রাবার, বাগান ও কেন্দ্রীয় গুদামগুলোতে পড়ে আছে হাজার হাজার টন রাবার। চলতি বছরের জানুয়ারী মাস পর্যন্ত শুধু সরকারি বাগানের রাবারের মজুত ৫ হাজার মেট্রিকটনের বেশি।
বিদেশি রাবার ও সিনথেটিক রাবারের শুল্ক কম থাকায় দেশিয় রাবার শিল্প মার খাচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদর।
আরও পড়ুন