ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বর্ষ বরণ নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

প্রকাশিত : ১৮:৫০, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:১৪, ৬ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণ নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসব-আনন্দে অনুষ্ঠান আয়োজনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। জঙ্গি হামলার আশংকা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ১লা বৈশাখে রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় থাকবে নিরাপত্তা বলয়। পহেলা বৈশাখ নববর্ষ বরণ বাঙালীর সার্বজনীন উৎসব। ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সব শ্রেণী পেশার মানুষ মাতেন উৎসব আনন্দে। এবার পহেলা বৈশাখের আয়োজনে যাতে কোন অপ্রঅতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে তৎপর রয়েছে আইনশৃংঙ্খলা বাহিনী। ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত কমিশনার জানান, বর্ষবরণের আয়োজনে কোন ধরনের হুমকি নেই। সম্ভাব্য ঝুঁকিগুলোকে মাথায় রেখেই স্বরাষ্ট্র মন্ত্রনাণয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন তারা। বৈশাখের নিরাপত্তা নিয়ে নানা মহলের উদ্বেগের কারণেই মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরে যাতে বাইরের কেউ অংশ নিতে না পারে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে পহেলা বৈশাখ যাতে কেউ ভুভুজেলা বাঁজাতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকবে পুলিশ। এছাড়া, গতবছর পহেলা বৈশাখে অপ্রীতিকর ঘটনার মামলায় একজনের বিচার চলছে বলে জানান এই কর্মকর্তা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি