ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বিদেশী ঋণ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু না হলেও সতর্ক থাকতে হবেঃ অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮:৪০, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৪০, ৭ এপ্রিল ২০১৬

বিদেশী ঋণ নিয়ে এখনো উদ্বিগ্ন হওয়ার মতো কিছু না হলেও এ নিয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স- এমসিসিআইয়ের বাজেট পূর্ববর্তী আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ নির্ভর বড় প্রকল্পের জন্য আলাদা বাজেট দরকার। আসছে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে অর্থমন্ত্রীর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এমসিসিআই এর এই আয়োজন। শুরুতেই বাজেট নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন তারা। ব্যবসায়ীরাও ট্যাক্স-ভ্যাট কমানোসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। ব্যবসায়ীদের সব মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী। আলোচনার এক পর্যায়ে বড় প্রকল্পের অর্থায়ন নিয়ে কথা বলেন তিনি। বিদেশি ঋণ নিয়ে সতর্ক থাকার কথাও জানান অর্থমন্ত্রী। এবার বাজেটের আকার হবে প্রায় তিন লাখ ৪০ হাজার কোটি। তবে পরিমাণটা জাতীয় উৎপাদনের তুলনায় বেশ কম বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি