ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মুরাদপুর থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে উড়াল সড়ক

প্রকাশিত : ১০:০৫, ৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:০৫, ৮ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে মুরাদপুর থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে উড়াল সড়ক। প্রথম ধাপে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণ কাজ চলছে। ২০১৭ সালের জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বন্দরনগরীর অবকাঠামো উন্নয়নে নতুন নতুন রাস্তা নির্মানের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। আরো জানাচ্ছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসাবে গড়ে তুলতে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত উড়াল সড়ক নির্মানের উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মানের ব্যায় ধরা হয় ৪৬২ কোটি টাকা। ২০১৪ সালের ১২ নভেম্বর এর নির্মান কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণের দায়িত্ব দেয়া হয় মেক্স-র‌্যাঙ্কিন-জেভি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। এরই মধ্যে  প্রকল্পের ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। সেবাধর্মী প্রতিষ্ঠান সমুহের সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা যাবে বলে জানান প্রকল্প কর্মকর্তারা। নির্মানাধীন উড়াল সড়কটি লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়া জন্যে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে বলে জানালেন সিডিএ চেয়ারম্যান। এদিকে বন্দরনগরীর অবকাঠামো উন্নয়নে নতুন নতুন সড়ক নির্মানের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। নতুন সড়ক নির্মিত হলে নগরীর যানচালাচলে গতি ফিরে আসবে বলে মনে করেন এর সাথে সংশ্লিস্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি