ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পুলিশ-জনতার সংঘর্ষের ঘটনায় জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

প্রকাশিত : ১৩:৫৮, ৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:১৮, ৮ এপ্রিল ২০১৬

বিএনপি-জামাতের প্রত্যক্ষ ইন্ধন আর উস্কানীতে চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-জনতার সংঘর্ষে প্রাণহানির হয়েছে বলে দাবি করেছে সচেতন নাগরিক সমাজ। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এই ঘটনার জন্য তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বে অবহেলারও অভিযোগ আনেন। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্যে সীমানা পিলার স্থাপন ও জমি অধিগ্রহণের সময় চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে চার জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, <ংঃৎড়হম>সোমবার প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ থেকে একদল গ্রামবাসী পুলিশের উপর চড়াও হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশও রাবার বুলেট, টিয়ার সেল ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসনের অবহেলাকেই দুষছেন সচেতন সমাজ। শুধু তা-ই নয়, তারা বলছেন, অনাকাঙ্খিত এই ঘটনার সাথে বিএনপি-জামাতের প্রত্যক্ষ সংশ্লিষ্টতাও মিলেছে। বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন খাতে দেশের সবচেয়ে বড় এই বিনিয়োগে কয়লাভিত্তিক ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি