ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বিশ্বজুড়ে আতঙ্কের নাম জিকা, শুধু গর্ভের শিশুর চারপাশে নয়, ভাইরাসটির উপস্থিতি থাকে রক্তসহ পুরো শরীরে

প্রকাশিত : ১৫:৪২, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৫০, ৪ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বজুড়ে এখন আতঙ্কের এক নাম জিকা ভাইরাস। মানবদেহে ভাইরাসটির প্রভাব ও এর প্রতিষেধক নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। এক গবেষণায় দেখা গেছে, শুধু গর্ভের শিশুর চারপাশে নয়, ভাইরাসটির উপস্থিতি থাকে রক্তসহ পুরো শরীরের যেকোন তরলে। আর ভাইরাসটির প্রতিষেধক তৈরির কাজ করার দাবি করছে ভারতীয় এক প্রতিষ্ঠান। zika followলাতিন আমেরিকা থেকে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে পুরো আমেরিকা মহাদেশে। ইউরোপের কয়েকটি দেশেও ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে এ বছর ৩০ থেকে ৪০ লাখ ব্যাক্তি এ ভাইরাসে আক্রান্ত হতে পারে। সংক্রমণের আশঙ্কা রয়েছে ভারতেও। নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু গর্ভের শিশুর চারপাশের তরল নয়, ভাইরাসটির উপস্থিতি থাকে রক্ত, ইউরিনসহ দেহের সব তরল পদার্থে। এ কারণে গর্ভের শিশুর পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি রয়েছে মায়েরও। ব্রাজিলে মশা নিধনে আরো জোরালে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট দিলমা রোসেফ। এদিকে ভারতের হায়দ্রাবাদের এক প্রতিষ্ঠান ভাইরাসটির প্রতিষেধক তৈরির কাজ করছে বলে জানিয়েছে। ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা তৈরিতে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি