ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

গ্রাম পুলিশদের বেতন স্কেলের আওতায় আনা হবে : অর্থপ্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮:১০, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:১৯, ৯ এপ্রিল ২০১৬

আগামী বাজেটে গ্রাম পুলিশদের শুধু ৪র্থ শ্রেণীর মর্যাদায় নয়; নির্দিষ্ট বেতন স্কেলের আওতায় আনার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মহাসম্মেলনে সরকারের আরো দুই মন্ত্রী গ্রাম পুলিশদের দাবির প্রতি সমর্থন জানান। দাবি বাস্তবায়নেরও আশ্বাস দেন তারা। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা গ্রাম পুলিশ সদস্যরা। সবার মুখে একটাই দাবি, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের মতো জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্ত করা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেন, গ্রাম রক্ষাকারী এ বাহিনীর ন্যায্য অধিকার আদায়ে সরকার আরো আন্তরিক হবে। গ্রাম পুলিশদের দাবির সঙ্গে একাত্মতা জানান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানও। দাবি আদায়ে তাদের পাশে থাকার প্রতিশ্র“তি দেন মন্ত্রী। সম্মেলনে যোগ দেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। আগামী বাজেটে গ্রাম পুলিশদের দাবি বাস্তবায়ন করার প্রতিশ্র“তি দেন প্রতিমন্ত্রী। গ্রাম পুলিশ বাহিনীতে প্রায় ৪৮ হাজার সদস্যের যৌক্তিক এ দাবি সরকার মেনে নেবে বলে আশা করছেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি