ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব জমে উঠেছে

প্রকাশিত : ১২:১৪, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:১৪, ১০ এপ্রিল ২০১৬

পাবনায় জমে উঠেছে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এ অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মস্থান পাবনায় আয়োজিত উৎসবে প্রতিদিনই থাকছে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। ৫ দিনের উৎসব শেষ হচ্ছে আজ। পাবনার বকুল পৌর মুক্তমঞ্চে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শনী। গুণী এ অভিত্রেীর অভিনয় দেখতে ভীড় জমাচ্ছেন দর্শকরা। জন্মদিন ৬ এপ্রিল থেকে শুরু হয় এ উৎসব। সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ২০০৯ সাল থেকে চলচ্চিত্র উৎসব করছে। এবারই প্রথম অনুষ্ঠানে যোগ হয়েছে সরকারী সহায়তাও। প্রতিদিন দেখানো হচ্ছে সুচিত্রা সেন অভিনীত হারানো দিনের ছবি। আয়োজকরা বলছেন, চলচ্চিত্রপ্রেমীদের ভীড় বাড়ছে প্রতিবছরই। সুচিত্রা সেনের চলচ্চিত্র প্রদর্শনীর এ আয়োজন আন্তর্জাতিক উৎসবে রুপ নেবে বলে আশা করছেন পাবনাবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি