ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

কারাগারকে সংশোধন কেন্দ্রে পরিণত করতে প্রধানমন্ত্রী আহ্বান

প্রকাশিত : ১৮:৫৫, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫৫, ১০ এপ্রিল ২০১৬

প্রতিটি কারাগারকে সংশোধন কেন্দ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেরাণীগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের নামে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীরা উদ্ভট চিন্তার অধিকারী। তাদের কারণে এতোগুলো মানুষের প্রাণ যাওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। রোববার সকালে কেরাণীগঞ্জের নবনির্মিত কারাগারে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে নতুন কারাগারের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর কারা অভ্যান্তরে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার ও সমাজের দায়িত্ব অপরাধীদের সংশোধন করে কর্মমুখী করা। কারাগারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কারা কর্তৃপক্ষের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে বিদ্যুৎ দিয়ে স্বস্তি দিয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মানে বিরোধীরা উদ্ভট চিন্তার অধিকারী বলে মন্তব্য করেন তিনি। দেশের সব কারাগারের ধারণ ক্ষমতা বাড়ানো এবং কারাবন্দীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে কারাবন্দীদের মাসে একবার পাবলিক টেলিফোন ব্যাবহারের সুযোগ দেয়া যেতে পারে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি