ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সারাদেশে বয়ে যাচ্ছে দাবদাহ

প্রকাশিত : ১৮:৪৫, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৪৫, ১০ এপ্রিল ২০১৬

রাজধানীসহ সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরণের দাবদাহ বয়ে যাচ্ছে। তপ্ত বাতাসের হল্কা জ্বালা ধরাচ্ছে শরীরে। তীব্র গরম দুর্ভোগ বাড়াচ্ছে কোমলমতি শিশুদের। গরমে ঘাম বেশি হওয়ায় পানি শূণ্যতা, জ্বর আর শ্বাসকষ্টের মতো রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এমন আবহাওয়ায় বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চৈত্রের দাবদাহে পুড়ছে রাজধানীসহ সারাদেশ। সূর্য থেকে যেন আগুন ঝরছে, আর তপ্ত বাতাস দুর্বিসহ করে তুলছে জনজীবন। গরমে বেশি ভোগান্তিতে পড়েছে শিশুসহ শ্রমজীবী মানুষ। গরমের তীব্রতা থেকে শিশুদের রক্ষায় খাদ্যাভাসসহ চলাফেরায় পরির্বতন এনেছেন অভিভাবকরা। আর গরম থেকে রক্ষা পেতে লেকের পানি বেছে নিয়েছে সুবিধাবঞ্চিত এ’সব শিশু। এমন আবহাওয়ায় শিশুদের সুরক্ষায় রোদ থেকে দূরে রাখা এবং চর্বিযুক্ত খাবার না দেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একইসাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান ও তরল খাবার খাওয়ার পরার্মশ দিয়েছেন তারা। গরমের তীব্রতা আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, এ’ সপ্তাহের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি