ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৭:১৯, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:১৯, ১১ এপ্রিল ২০১৬

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৯টি, কমেছে ২০৬টির, আর ৩৬টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪১৮ কোটি ৫৩ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২৯ পয়েন্ট কমে নেমে যায় ৪ হাজার ৪০১ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৬২টির, আর ৩৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৯২ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি