ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শামসুদ্দিন আহমেদ সহ ৫ জনের মামলার রায় যেকোনো দিন

প্রকাশিত : ১৭:৩২, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:৩২, ১১ এপ্রিল ২০১৬

Tribunalমানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের করিমগঞ্জের শামসুদ্দিন আহমেদ সহ ৫ জনের মামলার রায় দেওয়া হবে যেকোনো দিন। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণা অপেক্ষমান রেখেছেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। একই মামলার ওই পাঁচ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ। পলাতক চারজন হচ্ছেন শামসুদ্দিনের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম। পাঁচ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা আতাউর রহমানসহ রাষ্ট্রপক্ষের ২৫ জন সাক্ষী। আসামিপক্ষে কোনো সাফাই সাক্ষী ছিলেন না। গত বছরের ১২ অক্টোবর এ ৫জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গণহত্যা সহ ৭ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি