ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইংল্যান্ডের ক্রিকেটার ইয়ান রোনাল্ড বেলের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৩৪, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩৪, ১১ এপ্রিল ২০১৬

ইয়ান রোনাল্ড বেল। ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটার। ১৯৮২ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের ওয়াল্সগ্রেভ শহরে জন্মগ্রহন করেন তিনি। দর্শক আজ ইয়ান রোনাল্ড বেলের ৩৫তম জন্মদিনে  জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। দর্শক ও সহকর্মীদের কাছে ইয়ান বেল নামেই বেশি পরিচিত ইংল্যান্ডের এই ডান হাতি ব্যাটসম্যান। তাঁর ক্রিকেট জীবন শুরু হয় ক্লাব পর্যায়ের মধ্যদিয়ে পরে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের হয়ে জাতীয় পর্যায়ে খেলা শুরু করেন তিনি। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় মাঠে নামেন ইয়ান বেল। ১৬১টি ম্যাচ খেলে করেছেন ৫৪১৬ রান। আর এপর্যন্ত সেঞ্চুরি করেছেন ৪টি ও হাফ সেঞ্চুরি  ৩৫টি। এছাড়া ওয়ানডেতে বেলের সর্বোচ্চ স্কোর ১৪১ রান। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সাদা জার্সিতে অভিষেক হয় তাঁর। ১১৮টি ম্যাচ খেলে রান করেছেন ৭৭২৭ রান। টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি পেয়েছেন ২২ বার ও হাফ সেঞ্চুরি ৪৬টি। আর টেস্টের সর্বোচ্চ ২৩৫ রান করেন ভারতের বিপক্ষে। জাতীয় দলের পাশাপাশি  বিভিন্ন ঘরোয়া ক্রিকেট লিগেও মাঠ মাতান ইয়ান বেল। ১৯৯৯ থেকে খেলে যাচ্ছেন ওয়ারউইকশায়ার ক্লাবে। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেন এমসিসি ক্লাবে। ভালো খেলায় খুব অল্প সময়ে খ্যাতি পেয়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে পরস্কার জিতেন বর্ষ সেরা উদীয়মান ক্রিকেট হিসেবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি