ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন

প্রকাশিত : ১৯:০৭, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:০৭, ১১ এপ্রিল ২০১৬

বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করেছেন কয়েক হাজার মানুষ। কর্মসুচীতে যোগ দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, উন্নয়নের স্বার্থে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সবাইকে ঐক্যবদ্ধ হ্ওয়ার আহ্বান জানান। এদিকে, রাজধানীতে এক অনুষ্ঠানে বাঁশখালীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করে দ্রুত প্রকল্প চালুর দাবীতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাঁশখালীবাসী। ব্যানার-ফেষ্টুন নিয়ে সমাবেশে যোগ দেন কয়েক হাজার মানুূষ। তারা অভিযোগ করেন, একটি মহল উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ করতে চাইছে । কর্মসুচীতে যোগ দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকারি পরিকল্পনা অনুযায়ীই বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেটি বানচালের ষড়যন্ত ঠেকাতে হবে। চট্টগ্রামে উন্নয়নে কথা বিবেচনা করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সবাইকে এক হওয়ায় আহ্বান জানান মহিউদ্দিন চৌধুরী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রামের প্রধান প্রধান সড়ক ঘুরে লালদীঘি পাড়ে গিয়ে শেষ হয়। এদিকে, রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বাঁশখালীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি