ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

জিকা ভাইরাস ধারণার চেয়েও বেশী ভয়ংকর

প্রকাশিত : ১০:৩৪, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৩৪, ১২ এপ্রিল ২০১৬

Zikaজিকা ভাইরাস ধারণার চেয়েও বেশী ভয়ংকর বলে জানিয়েছেন, মার্কিন জনস্বাস্থ্য কর্মকর্তারা। এই ভাইরাস যুক্তরাষ্ট্রেও খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সতর্ক করেছেন, জনস্বাস্থ্য কর্মকর্তা ডক্টর অ্যান স্যুস্যাট। গেল বছর ব্রাজিলে শুরু হয় জিকার প্রাদুর্ভাব। ভাইরাসে আক্রান্ত ব্রাজিলসহ ল্যাতিন আমেরিকার কয়েকটি দেশে কয়েক হাজার নারী জন্ম দিয়েছেন ছোট মাথার শিশু। ফ্রেব্র“য়ারিতে টেক্সাসের ডালাসে প্রথম জিকায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তবে, এরই মধ্যে জিকা ভাইরাস প্রতিরোধে একশ’ আশি কোটি ডলারের তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি