ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পহেলা বৈশাখের আগেই চট্টগ্রামে কমে গেছে ইলিশ বিক্রি

প্রকাশিত : ১০:৫৬, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৫৬, ১২ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখের আগেই বন্দরনগরী চট্টগ্রামের বাজারগুলোতে এবার কমে গেছে ইলিশ বিক্রি। ক্রেতাদের চাহিদা না থাকায় কমে গেছে ইলিশের সরবরাহও। এদিকে, পান্তা-ইলিশের নাগরিক সংস্কৃতি থেকে বের হওয়ার পাশাপাশি জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবার ইলিশ ছাড়াই বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের প্রাণের উৎসব। সার্বজনীন এ উৎসবকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে নানান প্রস্তুতি। সাগর থেকে ইলিশ ধরা বন্ধ থাকলেও আড়ত থেকে নগরীর বিভিন্ন বাজারে ইতোমধ্যে আসতে শুরু করেছে বিভিন্ন সাইজের ইলিশ। বাজার ঘুরে দেখা গেছে ১ কেজি ইলিশের দাম দেড় হাজার থেকে ১৭’শ টাকা।  তবে ইলিশের চড়া দাম ও সরকারি নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রামে অন্যবারের তুলনায় এবার ক্রেতাদের মধ্যে ইলিশ কেনার উৎসাহ কমে গেছে। ইলিশের প্রজনন মৌসুমে জাটকা নিধন নিরুৎসাহিত করতে জেলা প্রসাশন নিয়েছে বিশেষ প্রচারণার উদ্যোগ। ইলিশ ছাড়াও শাক-সবজির দোকানগুলোতে এসেছে রান্নার নানা রকমের উপকরণ। তবে বেচাকেনা এখনো পুরোদমে শুরু হয়নি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি