ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

কমতে পারে গরম, হতে পারে বৃষ্টি

প্রকাশিত : ১৫:৪৬, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪৬, ১২ এপ্রিল ২০১৬

দুই এক দিনের মধ্যে বৃষ্টি হতে পারে, কমতে পারে গরম। এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, তীব্র গরমে বিশুদ্ধ পানি সংকটসহ নানা কারনে প্রকট আকার ধারণ করেছে ডায়রিয়াজনিত রোগ। ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে এ ধরনের রোগ বিস্তার করলে স্বাস্থ্যকেন্দ্রে যাবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জলবায়ুর সংবেদনশীলতা বৃদ্ধির ফলে মেঘমালা উষ্ণ হচ্ছে। ফলে সূর্যের তীব্রতায় গেল কয়েকদিন ধরে বেড়েই চলেছে তাপমাত্রা। অসহনীয় গরমে রীতিমতো প্রাণ ওষ্ঠাগত হবার যোগাড়। এ গরম উপেক্ষা করার উপায় নেই। তাই কিছুটা শীতল হতে মানুষ ঝুঁকছে রাস্তার পাশে বিক্রি করা বরফ দেয়া লেবুর শরবত কিংবা আখের রসে। গরমের এ সময়টাতে বিশুদ্ধ পানি কিংবা অস্বাস্থ্যকর খাবার খেয়ে পেটের পীড়ায় ভূগছে। বিশেষায়িত হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে, দুই এক দিনে তাপমাত্রা কমে আসতে পারে। এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি