ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

উভয় স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে

প্রকাশিত : ১৬:২০, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:২০, ১২ এপ্রিল ২০১৬

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৬টি, কমেছে ১৩৩টির, আর ৫৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪৭৪ কোটি ৯৬ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৪০৭ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১১৭টির, আর ৪২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি