ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বিজিবি’র সক্ষমতা বাড়াতে যোগ হচ্ছে হেলিকপ্টারসহ হেলি উইং শাখা

প্রকাশিত : ১৪:০৭, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:০৭, ১৩ এপ্রিল ২০১৬

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সক্ষমতা বাড়াতে বাহিনীতে যোগ হচ্ছে হেলি উইং শাখা এবং চারটি হেলিকপ্টার। সকালে রাজধানীর পিলখানায় বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার্স কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ঘোষণা দেন। বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিজিবি দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ সময় বিজিবি’র ক্ষতিপূরণ ভাতা চালু এবং বাহিনীটির মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের র‍্যাঙ্ক বাড়ানোর দাবি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি এয়ার ফোর্স এবং নেভির র‍্যাংক বাড়ানো হয়েছে। ক্রমান্বয়ে বিজিবির র‍্যাঙ্কও বাড়ানো হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি