ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

দুর্নীতি মামলায় চারদলীয় জোট সরকারের সাবেক তিন মন্ত্রীসহ ৮ জনের করা আবেদন খারিজ ও নিষ্পত্তি

প্রকাশিত : ১৪:২০, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:২০, ১৩ এপ্রিল ২০১৬

দুর্নীতি মামলায় চারদলীয় জোট সরকারের সাবেক তিন মন্ত্রীসহ ৮ জনের করা আবেদন খারিজ ও নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। খালাসের রায় বাতিল ও হাইকোর্টে পুনঃশুনানির আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিলেন তারা। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এই রায় দেন। রিভিউ আবেদনকারীরা হলেন- চারদলীয় জোট সরকারের যোগাযোগমন্ত্রী ও সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা, বিএনপি নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান, বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, সাবেক প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল। রিভিউ আবেদন খারিজের পর এখন এই ৮ জনের দুর্নীতির মামলা হাইকোর্টে পুনঃশুনানি হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি