ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

ভোরের আলো ফুটলেই বাঙালী বরণ করবে ১৪২৩ সাল

প্রকাশিত : ১৪:৪৩, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৪৩, ১৩ এপ্রিল ২০১৬

মহাকালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরো একটি বাংলা বছর। ভোরের আলো ফুটলেই বাঙালী বরণ করবে বঙ্গাব্দ- ১৪২৩। বর্ষবরণে প্রভাতী অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির সকল আয়োজন শেষ পর্যায়ে। অপেক্ষা রাত পোহাবার। সূর্যোদয়ের সাথে সাথে ছায়ানটের শিল্পীদের গানে প্রাণচঞ্চল হয়ে উঠবে রমনার বটমূল। কোন অপশক্তি যাতে বর্ষবরণের অনুষ্ঠানে বিপত্তি ঘটাতে না পারে, সেজন্য নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরা আর সাদা পোশাকে চলবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। রমনার বটমূল। বাঙালীর বর্ষবরণের প্রাণকেন্দ্র। মঞ্চসজ্জার কাজ শেষ। চলছে আনুষাঙ্গিক কর্মযজ্ঞ। ভোরে সূর্যোদয়ের পরপরই গানে গানে নতুন বছরকে বরণ করে নেবেন ছায়ানটের শিল্পীরা। এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে, নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। অমঙ্গলের ছায়া দূর করতে মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে চারুকলা। শিল্পীদের বিরামহীন কর্মযজ্ঞে রুপ দেয়া হচ্ছে লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির অনুষঙ্গ। এদিকে, প্রাণের উৎসবে নিজেকে রাঙাতে প্রস্তুত সব বয়সের বাঙালী। মঙ্গলময় আগামীর জন্য এখন শুধুই অপেক্ষা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি