ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সচেতন হলেই শিশুদের ক্যান্সার নিয়ন্ত্রন করা সম্ভব

প্রকাশিত : ১৭:২৬, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:৫৫, ১৩ এপ্রিল ২০১৬

BSMMUসচেতন হলেই শিশুদের ক্যান্সার নিয়ন্ত্রন করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিশুদের ক্যান্সার বিষয়ক সেমিনারে তারা এ’কথা জানান। বক্তারা বলেন, পরিবেশ, খাদ্যাবাস ও জ্বিনগত কারণে ১৪ বছরের কম বয়সী অসংখ্য শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। সারা বিশ্বে রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্ত রোগীদের নিয়মিত ডায়গনেসিস ও কেমোথেরাপী দিলে করলে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকাংশে কমে আসবে বলেও আশা প্রকাশ করে তারা। আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে পর্যাপ্ত ওষুধ সরবারাহসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয়ের তাগিদ দেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি