ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

স্পেনের সাবেক ফুটবলার কার্লেস পুলের জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:৩৬, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:৩৬, ১৩ এপ্রিল ২০১৬

কার্লেস পুল। স্পেনের সাবেক ফুটবলার। খুব অল্প সময়ে ফুটবলে অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছে লাখো সমর্থকের মন। ১৯৭৮ সালে আজকের এই দিনে স্পেনের সেগুর শহরে জন্মগ্রহন করেন তিনি। দর্শক আজ কার্লেস পুলের ৩৮তম জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম কার্লেস পুল। তবে, সবার কাছে কার্লেস নামেই বেশি পরিচিত এই ডিফেন্ডার ফুটবল তারকা। ছোট থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। আর নিজ শহরের ক্লাবে খেলা শুরু করেন একজন গোলরক্ষক হিসেবে। পরে ইন্জুরির কারণে ফরোয়াড খেলা শুরু করেন কার্লেস। ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত খেলেন পুবলা ডি সেগুর ক্লাবে। ১৯৯৫ সালে যুব ক্যারিয়ারে মাঠে নামেন বার্সেলোনার উইথ ক্লাবের জার্সিতে। এই ক্লাবে খেলেন এক মৌসুম। এরপর ১৯৯৬ খেলেন বার্সেলোনা সি দলে। আর ১৯৯৭ সালে তিন মৌসুমের জন্য খেলেন বার্সেলোনার বি দলে। আর ১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন বার্সেলোনার মূল দলে। ২০০০ সালের ১৫ই নভেম্বর নেদারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত স্পোর্টস ক্যাপের শিরোপা জিতেন কার্লেস। আন্তর্জাতিক অঙ্গণে তিনি খেলেন ২০০০ সালে অলিম্পিকস। ২০০২, ২০০৬ ও ২০১০ সালে ফিফা বিশ্বকাপ। আর উয়েফা ইউরোপা লিগ খেলেন ২০০৪ ও ২০০৮ সালে। কার্লেস বার্সেলোনার হয়ে খেলেছেন ৪৮১টি ম্যাচ। আর এই ক্লাবের হয়েই খেলে সবচেয়ে বেশি ম্যাচ। ২০১৪ সালে বার্সেলোনার হয়েই অবসরে যান তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও আলো ছড়ান স্পেনের সাবেক এই ফুটবলার। খেলেন স্পেন অনুর্ধ্ব-১৮, ২১ ও ২৩ দলে। এছাড়া ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন স্পেনের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছেন ১০০টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি