ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পহেলা বৈশাখ বরণে চট্টগ্রামে চলছে প্রস্তুতি

প্রকাশিত : ১৬:৫৪, ১৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:৫৪, ১৩ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখ বরণে বন্দর নগরী চট্টগ্রামের নানান স্থানে চলছে প্রস্তুতি। বিভিন্ন সংগঠন আয়োজন করছে বর্ণিল অনুষ্ঠানমালা। নগরীর ডিসি হিল, সিআরবি, শিল্পকলা, চারুকলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্নস্থানে থাকবে বর্ষবরণের আয়োজন। বাঙালির হাজার বছরের প্রাণের উৎসব পহেলা বৈশাখ বরণে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রামবাসী। পহেলা বৈশাখে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। বর্ণিল এই শোভাযাত্রার প্রস্তুতি ঘিরে নগরীর বাদশা মিয়া সড়কে শিল্পী রশিদ চৌধুরী গ্যালারির সামনে রঙ, তুলি হাতে শেষ সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চারুকলার শিক্ষার্থী, শিক্ষক সবাই। কেউ আঁকছেন আল্পনা, কেউ লাগাচ্ছেন রঙ। আবার কেউ শোভাযাত্রার অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত। শোভাযাত্রা রঙিন করতে বাঘ, হাতি, পাখি, টেপা পুতুলসহ তৈরি করা হয়েছে পেঁচা, খরগোশ, মাছের মুখোশ। শোভাযাত্রা চারুকলার শিক্ষার্থীদের উদ্যোগে হলেও বর্ষবরণের সকালে সাধারণ মানুষের অংশগ্রহণে এটি হয়ে উঠে সর্বজনীন। পূর্বাঞ্চলীয় রেলের সদর দপ্তরের পাশে সিআরবির শিরীষতলায় গত ৭ বছর ধরে বর্ষবরণের জমকালো আয়োজন করে আসছে নববর্ষ উদযাপন পরিষদ। এবারো চলছে প্রস্তুতি। তবে, গত ৩৮ বছর ধরে পহেলা বৈশাখের সবচেয়ে পুরনো আয়োজনটি হয়ে থাকে নগরীর ডিসি হিল এলাকায়। সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে এবারও রয়েছে দুইদিনের অনুষ্ঠান। এছাড়া, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, কর্ণফুলি নদীর পাড়, পতেঙ্গা সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে হবে বর্ষবরণের অনুষ্ঠান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি