ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত : ১১:৪৭, ১৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:৩৪, ১৪ এপ্রিল ২০১৬

বর্ষবরণের অবিচ্ছেদ্য অঙ্গ মঙ্গল শোভাযাত্রা। চারুকলা প্রাঙ্গণ থেকে দিনের শুরুতে সব কুসংস্কার আর অন্তরের অন্ধকার দূর করে মঙ্গলের পথে যাত্রা। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সোচ্চার হতে অথবা প্রতিরোধ গড়তে শোভাযাত্রায় এবারের শ্লোগান দেয়া হয়েছে মা ও শিশু। বর্ণিল সাজে নারী, শিশু সহ সর্বস্তরের মানুষের ঢল নামে মঙ্গল শোভাযাত্রায়। অংশ নেন বিদেশীরাও। ঢাকের বাদ্যে মুখর চারুকলা প্রাঙ্গণ। বরণডালা সাজিয়ে নতুনের আবাহনে উদ্বেলিত মানুষের ঢল। উদ্দেশ্য মঙ্গলের জন্য যাত্রা। মঙ্গল শোভাযাত্রা। আপস.... ঈশ্বরের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের স্তুতি,“অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে”। বর্ষবরণের প্রভাতে এই শ্লোগান সময়ের দাবি রাখে। বাঙালীর প্রাণের উৎসবে নিজেকে বর্ণিল করেছেন ভিনদেশীরাও। মঙ্গল যাত্রায় শোভা বর্ধণ করেছে হাতি, ঘোড়া, গরু আর ট্যাপা পুতুল সহ লোকজ নানা প্রতিকৃতি। সংস্কৃতির ধারা অব্যহত রাখতে প্রগাঢ় দেশপ্রেমের তাগিদ বিশিষ্টজনদের। চারুকলা থেকে শুরু হয়ে পরিবাগ মোড় ঘুরে শোভাযাত্রা ফিরে যায় টিএসসিতে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি