ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাল্টে যেতে শুরু করেছে দৃশ্যপট

প্রকাশিত : ১২:৫৯, ১৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৫৯, ১৫ এপ্রিল ২০১৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুর্ভোগ নিয়ে একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর পাল্টে যেতে শুরু করেছে দৃশ্যপট। রোগী ও স্বজনরা বলছেন, পরিস্কার- পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবাসহ মান বেড়েছে খাবারের। হাসপাতাল কর্র্তৃপক্ষ বলছে, আগামী ছয় মাসে পরিস্থিতি একেবারেই বদলে যাবে। ময়লা- আবর্জনায় ভরা এমন নোংরা চেহারা ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের। সঙ্গে ছিল রোগী ও স্বজনদের নানা দুর্ভোগ। এনিয়ে কয়েক মাস আগে একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। রদবদল ঘটে পরিচালক পদেও। নতুন পরিচালক সেবার মান বাড়াতে নেন নানা পদক্ষেপ। এতে খুশি চিকিৎসক, রোগী ও স্বজনরা। রোগীদের পরিবেশনের আগে প্রতিদিন নিজে খেয়ে খাবার পরীক্ষা করেন হাসপাতালের পরিচালক। একুশে টেলিভিশনকে ধন্যবাদ জানিয়ে ছয় মাসের মধ্যে সেবার মান আরও বাড়বে বলে জানান তিনি। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি থাকে ২ হাজার রোগী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি