ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রকাশিত : ১০:৫১, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৫১, ১৭ এপ্রিল ২০১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। অস্থায়ী এ সরকারের নেতৃত্বেই নয়মাস মুক্তিযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন, সার্বভ্যেম বাংলাদেশ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলার নামকরণ হয় মুজিবনগর। রৌদ্রজ্জ্বল একটি সকাল, দেশ বিদেশের কয়েকশ’ সাংবাদিকের ভীড় তখন মেহেরপুরের আম্রকাণনে। উপস্থিত পূর্ব বাংলার নির্বাচিত জন প্রতিনিধিদের প্রায় সবাই। জাতীয় সংগীত বাজলো, পাঠ করানো হল স্বাধীনতার সেই ঐতিহাসিক ঘোষণাপত্র। আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠিত হলো বাংলাদেশের প্রথম সরকার। নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে প্রদান করা হয় গার্ড অব অনার। বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতি আনতে আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদের বিচক্ষণতা আর পরিশ্রমেই গঠিত হয় অস্থায়ী সরকার। ইতিহাসবিদদের বিচারেও মুজিবনগর সরকার ছিল বিশ্বের সফলতম সরকারগুলোর একটি; যার ছায়াতলেই অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। মূলত, পহেলা মার্চ থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় যে সরকার পূর্ব বাংলার হাল ধরেছিল তারই আনুষ্ঠানিক রুপ মুজিবনগর সরকার। স্বাধীনচেতা বাঙালীর স্বাধীকার আন্দোলনের ইতিহাসে মুজিবনগর সরকার বঙালি হৃদয়ে চির অম্লান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি