ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইকুয়েডরে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ২৪৬

প্রকাশিত : ১১:১৬, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:১৬, ১৮ এপ্রিল ২০১৬

Ecuador earthquakeদক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ১০ হাজার সেনা ও সাড়ে তিন হাজার পুলিশ সদস্য। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভূমিধসের কারণে অনেক এলাকায় উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না। শক্তিশালী ভূমিকম্পের পর দফায় দফায় মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে সেখানে। বহু মানুষকে রাত কাটাতে হয় খোলা আকাশের নিচে। ইতোমধ্যে দেশটিতে ত্রাণ পাঠাতে শুরু করেছে পার্শ্ববর্তী দেশগুলো।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি