ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ওপেক শীর্ষ সম্মেলন শেষ হলো সিদ্ধান্ত ছাড়াই

প্রকাশিত : ১৫:০৪, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:০৪, ১৮ এপ্রিল ২০১৬

কোনো ধরণের সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ওপেক শীর্ষ সম্মেলন। এরইমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেলের বাজারে। সোমবার দিনের শুরুতেই বিভিন্ন দেশে আরো কমেছে তেলের দাম। তবে বেড়েছে সরবররাহ। বিশ্বজুড়ে তেলের বাজার স্থির করতে সবার নজর ছিলো কাতারে অনুষ্ঠিত তেল উৎপাদনকারী দেশগুলোর বৈঠকের দিকে। ধারণা ছিলো, তেলের উৎপাদন সীমিত ও দর ধরে রাখার ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছুতে পারবেন দেশগুলোর কর্মকর্তারা। তবে শুরুতেই ছিলো দ্বিমত। ইরান কোনো প্রতিনিধি পাঠায়নি সম্মেলনে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেলের উৎপাদন বাড়িয়ে দেয় দেশটি। এদিকে ছয় ঘণ্টার বৈঠকের পরও ওপেক সম্মেলনে কোনো ঐকমত্যে পৌঁছুতে পারেননি বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলো। এজন্য তাদের আরো সময়ের প্রয়োজন বলে জানান, কাতারের জ্বালানী মন্ত্রী। ফলে আপাতত বিশ্ববাজারে তেলের সরবরাহ আর কমছে না। এরইমধ্যে বৈঠকের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেলের বাজারে। সোমবার দিনের শুরুতেই এশিয়ার বাজারে তেলের দর পড়তে থাকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি