ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১৩ জন

প্রকাশিত : ১৩:২৮, ১৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:২৮, ১৯ এপ্রিল ২০১৬

Equadorইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় আড়াই হাজার মানুষ। গেলো শনিবারের ৭ দশমিক ৮ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে থেমে থেমে ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হচ্ছে। সোমবার সব্বোর্চ ৫ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয় দেশটির পশ্চিমাঞ্চলে। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে ত্রাণ সরবরাহের পাশাপাশি আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। ধসে পড়া ভবনের নিচে আটকে থাকাদের উদ্ধারে ২০ হাজার সেনা কাজ করছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি