ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে মা ও শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে নিহত গৃহবধূর পরিবার

প্রকাশিত : ০৯:২৬, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:২৬, ২০ এপ্রিল ২০১৬

চট্টগ্রামের বোয়ালখালীতে মা ও শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে নিহত গৃহবধূর পরিবার। মামলায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে গৃহবধূ শেলী শীলের মৃত্যু হয় বলে পরিবার অভিযোগ করলেও, শাশুড়ি জানান, আত্মহত্যা করেছে শেলী। এদিকে ঘটনার পর থেকে পলাতক স্বামী অসীম শীল। মঙ্গলবার দুপুরে বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের বটতল এলাকার শীলপাড়ার একটি বাসা থেকে গৃহবধূ শেলী শীল ও তার ৫ বছর বয়সী শিশু কন্যা অন্তরার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শেলীর পরিবারের দাবি, যৌতুকের কারনে শেলীকে হত্যা করে স্বামী অসীম। ঘটনার পর থেকে স্বামী অসীম শীল পলাতক থাকলেও, ছেলে নির্দোষ বলে দাবি তার মায়ের। এদিকে পুলিশ জানায়, গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করায় এটি হত্যা না আত্মহত্যা তা বোঝা যাচ্ছে না, এ ব্যাপারে তদন্ত চলছে। হত্যা কিংবা আত্মহত্যা যাই হোক- নেপথ্যের কারণ উদঘাটন করে বিচার দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবাসি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি