ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কিশোরগঞ্জে গড়ে উঠেছে শতাধিক শুটকি উৎপাদন কেন্দ্র

প্রকাশিত : ১২:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০১৬

কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের প্রবেশপথ কুলিয়ারচরের দাসপাড়ায় কালী নদীর তীরে গড়ে উঠেছে শতাধিক শুটকি উৎপাদন কেন্দ্র। দেশের বড় বড় মোকামে সরবরাহের পাশাপাশি এখানের শুটকি রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে ব্যবসায়ীদের অভিযোগ, সহজ শর্তে ঋণের ব্যবস্থা না থাকায়, পুঁজির অভাবে লাভের সিংহভাগ চলে যাচ্ছে সুদখোর দাদন ব্যবসায়ী বা মহাজনদের পকেটে। bhairab shutkiশুটকি উৎপাদনে ব্যস্ত শ্রমিকেরা। মাছ কাটা, আঁশ ছাড়ানো, রোদে শুকানো; তারপর বাজারজাতের জন্য প্রস্তুত করা। হাওড় থেকে সংগ্রহ করা পুঁটি, টাকি, আইর, বোয়াল, চান্দা, শোল, টেংরাসহ নানা জাতের মাছের শুটকি উৎপাদন করা হচ্ছে এখানে। কোনো ধরনের ক্ষতিকর কীটনাশক ছাড়াই তৈরি হচ্ছে শুটকি। আর তা রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। এ কাজে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার শ্রমিকের। শুটকি ব্যবসায়ীদের অভিযোগ, পুঁজির অভাবে লাভের বড় অংশ চলে যাচ্ছে মহাজন বা দাদন ব্যবসায়ীদের হাতে। এদিকে শুটকি উৎপাদনে নানা ধরণের পরামর্শ দেয়ার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। ব্যবসা টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ সহায়তার দাবি শুটকি ব্যবসায়ীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি