ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পানামা পেপারস কেলেংকারীতে বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান, অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন

প্রকাশিত : ১৫:০৭, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ২১ এপ্রিল ২০১৬

বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপারস কেলেংকারীতে বাংলাদেশের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে তাদের বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, জানিয়েছেন এ ব্যাপারে বিদেশ থেকেও তথ্য সংগ্রহ করা কবে। সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, গত মার্চে অনুমোদন দেওয়া ৩৪টি মামলায় ৩ জন জনপ্রতিধিসহ ৯৭ জনের নাম রয়েছে। আলোচিত পানামা পেপারসে বাংলাদেশের ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে ৩ সদস্যের অনুসন্ধান কমিটিও গঠন করেছে দুদক। কমিটির ওই অনুসন্ধান নিয়ে বৃহষ্পতিবার সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন দুদক সচিব। মার্চ মাসে অনুমোদন হওয়া মামলা ও অন্যান্য বিষয়ও উঠে আসে সংবাদ সম্মেলনে। দুর্নীতি দমনে দুদক নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান দুদক সচিব।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি