ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাটে সংঘর্ষ ও নেত্রকোণায় ভাংচুরের ঘটনা ঘটেছে

প্রকাশিত : ১৮:১৫, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:১৫, ২১ এপ্রিল ২০১৬

আসন্ন তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাটে সংঘর্ষ ও নেত্রকোণায় ভাংচুরের ঘটনা ঘটেছে। নাটোরে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ১০ জনকে। নেত্রকোণার মোহনগঞ্জে বটতলী বানিহারী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। নাটোর সদরে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে প্রচারণায় বাধা, মাইক ভাংচুর, মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি