ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আটক ১

প্রকাশিত : ১২:৩০, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৩০, ৫ ফেব্রুয়ারি ২০১৬

গোপালগঞ্জ শহরের বেদগ্রামে জাকিয়া বেগম (৩০) নামে এ গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তবে স্বামীর দাবী ডাকাতরা তার স্ত্রীকে হত্যা করেছে। আজ শুক্রবার ভোর রাত ২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। gmগোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওগাতুল আলম জানান, জেলা শহরের বেদগ্রাম এলকায় একটি বাড়ীতে ডাকাতিকালে ডাকাতরা এক গৃহবধূকে হত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় স্বামী মোর্শেদায়ান নিশান ও তার ভাইসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের স্বামী মোর্শেদায়ন নিশান মাছরাঙা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আমাদের গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক। নিহতের পিতা হাজী জালাল উদ্দিন জানিয়েন, বিগত কয়েক মাস ধরে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল জামাই মোর্শেদায়ন নিশান। এনিয়ে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে তার মেয়েকে হত্যা করা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি