ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

রাজধানীর কড়াইল বস্তিতে হবে দেশের দ্বিতীয় বৃহত্তম আবাসন প্রকল্প

প্রকাশিত : ১২:৩৩, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৩৪, ২২ এপ্রিল ২০১৬

আর বেশি দিন থাকছে না রাজধানীর বিষ ফোড়া খ্যাত ‘কড়াইল বস্তি’। সেই জায়গায়, প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মান করতে যাচ্ছে গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়। অবশ্য, তার আগে আদালতের, নির্দেশনা মেনে, বস্তিবাসীদের স্থানান্তর ও পূণর্বাসনের কাজও করা হবে। পিপিপি’র আওতায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই আবাসন প্রকল্পের আর্ন্তজাতিক টেন্ডারও আহবান করা হয়েছে এরইমধ্যে। কড়াইল বস্তি। দেশের বৃহত্তম বস্তি; যার আয়তন ১শ ৭০ একর। ১৯৫৭ সালে, টিএন্ডটি’র নামে, অধিগ্রহন করা জমিটির ১০ একর জায়গায়, স্থাপনা বাদে, পুরোটাই এখন বস্তিবাসীর দখলে। সব সরকারের সময়েই, প্রভাবশালীরা অপ-ব্যবহার করেছে এই বস্তির জমি। দুস্থ, ভূমিহীন, অসহায় বস্তিবাসী’র আবাসনের দোহাই দিয়ে, কখনই উন্নয়নের আওতায় আনা যায়নি এই জমি। শেষ পর্যন্ত বিষয়টি, আদালতে গড়ায়; নির্দেশনা আসে, আগে বস্তিবাসীদের পূনর্বাসনের। আদালতের নির্দেশ অনুযায়ি ঢাকা’র ১৫ কিলোমিটারের মধেই, এই বস্তিবাসীদের বিনা পয়সায় ঘর দিয়ে; কড়াইলে, বহুতল এপার্টমেন্ট বানাবে পূর্ত মন্ত্রণারয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে, এক দিকে যেমন, ভড়াট হতে চলা, গুলশান-বনানী লেক উদ্ধার করা সম্ভব হবে, তেমনি করা যাবে, পরিবেশ বান্ধব ও দৃষ্টি নন্দনও। সরকারী কর্মকর্তা-কর্মচারীর আবাসন সুবিধার পাশাপাশি, বস্তির জমি থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নামে বরাদ্দ ৪৭ একর জমিতে, আইটি পার্ক করার পরিকল্পনা হাতে, আছে সরকারের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি