ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

৩ হাজার শিশু শরণার্থীর দায়িত্ব নিতে যাচ্ছে যুক্তরাজ্য

প্রকাশিত : ১২:৩৬, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪০, ২২ এপ্রিল ২০১৬

২০২০ সালের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে তিন হাজার শিশু শরণার্থীর দায়িত্ব নিতে যাচ্ছে যুক্তরাজ্য। বাবা-মা বা অভিভাবকহীন এসব শিশুদের পুনর্বাসন করা হবে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে। তবে, এর আগে ব্রিটেন ২০ হাজার শরণার্থী গ্রহণের যে ঘোষণা দিয়েছিলেন, এই শিশুরা ওই তালিকার বাইরে। যদিও সমালোচকরা বলছেন, সিরিয়া যুদ্ধের কারণে এরইমধ্যে অভিভাবকহীন হাজার হাজার শিশু শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়েছে, যাদের অনেকেই নিপীড়ন ও নিযার্তনের শিকার। এই মুহূর্তে ব্রিটেনের এই উদ্যোগ কাজে আসবে না বলে মনে করছেন তারা। সিরিয়ায় গেল ৫ বছরের গৃহযুদ্ধে শরণার্থী হয়েছে ৪৫ লাখেরও বেশি মানুষ, যার অর্ধেক-ই শিশু।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি