ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপককে জবাই করে হত্যা

প্রকাশিত : ১৭:২৭, ২৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:২৭, ২৩ এপ্রিল ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে নগরীর শালবাগান এলাকায় তাকে খুনের পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। এদিকে, এই হত্যার সাথে ব্লগার হত্যার ধরনের মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ ও কাল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। অধ্যাপক রেজাউল করিম রাজশাহী নগরীর শালবাগান মসজিদের পাশে নিজ বাড়িতে থাকতেন। শালবাগান মোড়ে সকালে ক্যাম্পাসের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। বাড়ির ৫০ গজ দূরে জহুরা আজিজের কাংখিতা ভবনের গেইটে দুর্বৃত্তরা হামলে পড়ে তার ওপর; তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা। প্রগতিশীল সংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল কমির সিদ্দিকীর মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তার কোন শত্র“ ছিল না বলেও জানিয়েছেন স্বজনরা । এই হত্যার সাথে ব্লগার হত্যার ধরনের মিল আছে বলে মনে করছে পুলিশ। ঘটনার পর পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। সেখানে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী। তারা এর নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া, ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষকরা। ২০১৪ সালের ১৫ নভেম্বর খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম। ২০০৪ সালের ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন বিনোদপুর এলাকায় প্রাতভ্রমণের সময় কুপিয়ে হত্যা করা হয় অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে। এর দু’ বছর পর ক্যাম্পাসে বাসার পাশের ম্যানহোলে পাওয়া যায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহেরের লাশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি