ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

তিন বছরেও রানা প্লাজা দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকদের পরিবার ক্ষতিপূরণ না পাওয়া দু:খজনকঃ সিপিডি

প্রকাশিত : ১৯:০১, ২৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:০১, ২৩ এপ্রিল ২০১৬

তিন বছরেও রানা প্লাজা দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকদের পরিবার ক্ষতিপূরণ না পাওয়া ও  কোন মামলাই নিষ্পত্তি না হওয়ার ঘটনা দু:খজনক মনে করে সিপিডি। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার এবং ঝঁকিপূর্ণ কারখানা স্থানান্তরের বাংলাদেশ এখনো পিছেয়ে রয়েছে বলে দাবি করেছেন এ খাতের সংশ্লিস্টরা। রানাপ্লাজা ধ্বসের তিন বছর সামনে রেখে শনিবার সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথাই বলেন তারা। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসে প্রাণ হারায় ১ হাজার ১৩০ শ্রমিক। এনিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সবশেষ প্রতিবেদন বলছে, হতাহত শ্রমিকদের পরিবার যথেষ্ট ক্ষতিপূরণ পেয়েছে। কিন্তু এখনো কিছুই পায়নি নিখোঁজদের স্বজনরা।  তারচেয়ে দুঃখজনক এ ঘটনায় এখনো কারো বিচার না হওয়া। আলোচনায় অংশ নেয়া বিদেশী কুটনীতিকরা বলেন, একটি কারখানা কি করে গোটা শিল্পের বদনামের কারণ হতে পারে তার উদাহরণ রানা প্লাজা। এখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও এখনো কিছু কাজ বাকি। সংস্কার কার্যক্রম প্রাথমিকভাবে সফল হলেও দীর্ঘ মেয়াদে অগ্রগতি নেই বলে মনে করেন সিপিডির চেয়ারম্যান। আর কারখানা স্থানান্তরের ক্ষেত্রে এখনো গ্যাস সংযোগ, বড় প্রতিবন্ধকতা বলে দাবি করেছে বিজিএমইএ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি