ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিপুল সাফল্য পেয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত : ১১:১১, ২৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:১১, ২৪ এপ্রিল ২০১৬

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিপুল সাফল্য পেয়েছে আওয়ামী লীগ। বেসরকারী ভাবে ফলাফল ঘোষনার পর উল্লাস করেন বিজয়ী দলের সমর্থকেরা। তৃতীয় দফা এবারের নির্বাচন অনুর্ষ্ঠিত হয় ৬১৪টি ইউনিয়ন পরিষদে। ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ১০টিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। আর ২টিতে জয় পেয়েছেন স্বতন্ত্রপ্রার্থী। ২টিতে ফলাফল ঘোষনা স্থগিত রয়েছে। গাজিপুরে ২০টির মধ্যে আওয়ামীলীগ প্রার্থী জয় পেয়েছেন ১৭টিতে। ৩টিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী। জামালপুরে ৪টির মধ্যে সবগুলোতে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন প্রার্থীরা। টাঙ্গাইলে ৭টির ৪টিতে জিতেছে আওয়ামীলীগ, আর ৩টিতে জিতেছেন স্বতন্ত্রপ্রার্থী। নারায়ণগঞ্জে ১১টির মধ্যে আওয়ামীলীগ প্রার্থী ৮টিতে, বিএনপি প্রার্থী ১টি আর স্বতন্ত্র প্রার্থী ২টিতে বিজয়ী হয়েছেন। ফরিদপুরের ৮টির মধ্যে ৫টিতে আওয়ামীলীগ, ২টিতে বিএনপি আর ১টিতে জিতেছেন স্বতন্ত্রপ্রার্থী। মানিকগঞ্জে ফলাফলে দেখা গেছে ব্যতিক্রমী ধারা।  ১৪টি ইউনিয়নের মধ্যে বিএনপি জয় পেয়েছে ৬টিতে, আর ৫টিতে জিতেছেন স্বতন্ত্রপ্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীতা জিতেছেন মাত্র ৩টিতে। মুন্সিগঞ্জে ১০টির মধ্যে সবগুলোতে আওয়ামীলীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রাজবাড়িতে ৯টির মধ্যে নৌকা প্রতীকে ৫জন, স্বতন্ত্র প্রার্থী ৪জন জয়ী হয়েছেন। কিশোরগঞ্জে ৭টির মধ্যে আওয়ামী লীগের বিজয়ী হয়েছেন ৩জন। বিএনপির ১জন ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ৩টিতে। নেত্রকোনায় ২০টির ১০টিতে জয় পেয়েছে নৌকা প্রতীক। ধানের শীষ জয় পেয়েছে ৩টিতে, ৭টি বিজয়ী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী । ময়মনসিংহের ২২টির ১৪টিতে আওয়ামীলীগ আর একটিতে জয় পেয়েছে বিএনপি আর স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ৭টিতে। শেরপুরে ৬টির মধ্যে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন ২জন, আর স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জিতেছেন ৪জন। শরিয়তপুরে ১৬টির মধ্যে ৭টিতে আওয়ামীলীগ, স্বতন্ত্র হিসেবে ৬জন বিজয়ী হয়েছেন। ৩টিতে ফলাফল ঘোষনা স্থগিত রয়েছে। কুষ্টিয়ায় ৯টি ইউনিয়নের সবগুলোতে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চুয়াডাঙ্গায় ৬টির ৫টিতে আওয়ামী লীগ আর ১টিতে জিতেছে বিএনপি। ঝিনাইদহে ৯টির ৭টিতে জয় পেয়েছে নৌকা প্রতীক, ১টি ধানের শীষ প্রতীক আর স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে ১টিতে। নড়াইলে ৭টির ৬টিতে আওয়ামীলীগ আর ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। মাগুরায় ৮টি মধ্যে ৭টিতেই জিতেছে আওয়ামী লীগ। মেহেরপুরের ৪টির ৩টিতে আওয়ামীলীগ আর ১টিতে জয় পেয়েছে বিএনপি। রংপুরের ৭টি ইউনিয়নে শতভাগ সাফল্যে দেখিয়েছে নৌকা প্রতীক। কুড়িগ্রামে জয়জয়কার স্বতন্ত্র প্রার্থীদের।  ১৪টির মধ্যে তারা জিতেছেন ৯টিতে। আওয়ামী লীগ ৪ আর  বিএনপি জিতেছে ১টিতে। গাইবান্দায় ৭টির মধ্যে নৌকা প্রতীকে ২জন, ধানের শীষ প্রতীকে ১জন আর স্বতন্ত্রপ্রার্থী ৪জন জয় পেয়েছেন। ঠাকুরগাঁওয়ে ১০টির মধ্যে ৪টিতে আওয়ামীলীগ, ১টিতে বিএনপি আর স্বতন্ত্রপ্রার্থী জয় পেয়েছে ৫টি ইউনিয়নে। দিনাজপুরে ৬টির মধ্যে ৫টিতে নৌকা, ১টিতে ধানের শীষ প্রতীকের জয় হয়েছে। নীলফামারীতে ১২টির মধ্যে আওয়ামী লীগের জিতেছেন ৬জন আর স্বতন্ত্রপ্রার্থী ৬জন বিজয়ী হয়েছেন। লালমনিরাহাটে ৮টির মধ্যে নৌকা প্রতীকে জয় পেয়েছেন ৬জন।  ধানের শীষ প্রতীকে ১জন আর স্বতন্ত্রপ্রার্থী জয় পেয়েছে ১টিতে। চট্টগ্রামের ১৪টির মধ্যে নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী ১১টিতে বিএনপি ১টিতে আর স্বতন্ত্র ১টিতে বিজয়ী হয়েছেন। একটি ফলাফল স্থগিত। কক্সবাজারে ১২টির মধ্যে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৬জন। ধানের শীষে ২জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৪জন। কুমিল্লায় ১৮টি ইউনিয়নেও শতভাগ সাফল্য আওয়ামী লীগ প্রার্থীদের। খাগড়াছড়িতে ৩৩টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে জিতেছেন ১৭জন। স্বতন্ত্র প্রার্থীরা সমানতালে পাল্লা দিয়ে জিতেছেন ১৫টি ইউপিতে। ১টিতে ফলাফল ঘোষনা স্থগিত রয়েছে। চাঁদপুরে ২৫টির আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী হয়েছেন ১৯টিতে, বিএনপি ২টি আর স্বতন্ত্র ৩টিতে বিজয়ী হয়েছে। ১টিতে ফলাফল ঘোষনা স্থগিত রয়েছে। নোয়াখালীতেও বিপুল দাপট দেখিয়ে ৯টির নয়টিতে জয় তুলে নিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা । লক্ষীপুরের ৯টি ইউনিয়নে শতভাগ সাফল্য আওয়ামী লীগ প্রার্থীদের। বান্দরবনে ২৫টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ জয়ী হয়েছে ১৯টিতে, বিএনপি ৩টিতে আর স্বতন্ত্র প্রার্থী ৩টিতে। ব্রাহ্মণবাড়িয়ায় ৩১টি ইউনিয়নের আওয়ামী লীগ ১৮এবং বিএনপি ৪টি আর ৯টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। সিলেটে ১৫ইউনিয়ন পরিষদের মধ্যে আওয়ামী লীগের ৬জন, বিএনপির ৩জন আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৬জন। মৌলভীবাজারে ৭টির মধ্যে নৌকা প্রতীকে জয় পেয়েছেন ২জন, ধানের শীষ প্রতীকে ২জন, আর স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন ৩টিতে। সুনামগঞ্জে ২৬টির মধ্যেও স্বতন্ত্র প্রার্থীদের সাফল্য বেশী। দুই প্রধান দলকে টপকে তারা জিতেছেন ১১টিতে।  ৭টিতে আওয়ামীলীগ আর বিএনপি ৮টিতে জিতেছে । হবিগঞ্জের ১৪টিতে আওয়ামীলীগ জয় পেয়েছে ১০টিতে, বিএনপি ৩টিতে আর স্বতন্ত্রপ্রার্থী জিতেছেন ১টিতে। রাজশাহীতে ১৬টির মধ্যে ১১টিতে আওয়ামীলীগ, বিএনপি ৪টি আর স্বতন্ত্র প্রার্থী ১টিতে বিজয়ী হয়েছেন। জয়পুরহাটে ৮টির মধ্যে আওয়ামী লীগ জিতেছে ৪টিতে, বিএনপি ২টি আর স্বতন্ত্রপ্রার্থী জয় পেয়েছেন ২টিতে। নওগাঁয়ে ৮টির ৭টিতে জয় পেয়েছে নৌকা প্রতীক, আর ১টি জিতেছে স্বতন্ত্র প্রার্থী। নাটোরে ৭টির সবগুলোতে আওয়ামীলীগ প্রার্থী জয় পেয়েছে। পাবনায় ৫টির মধ্যে সবগুলোতে নৌকা প্রতীকে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সিরাজগঞ্জে ২১টির মধ্যে নৌকা প্রতীকে ১৬জন, ধানের শীষ প্রতীকে ৩জন আর স্বতন্ত্র প্রার্থী ২টিতে জয় পেয়েছেন। এককালে ঘাটি হিসাবে পরিচিত বগুড়ায় বিএনপি জিতেছে মাত্র ১টি ইউপিতে।  ২১টির ১১টিতে আওয়ামীলীগ আর স্বতন্ত্র প্রার্থী ৯টিতে জয় পেয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি