ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

রির্জাভের অর্থ শিগগিরই ফিরে পাওয়া যাবে কিনা, সন্দিহান অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৪:৫৬, ২৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৫৬, ২৪ এপ্রিল ২০১৬

Pre budgetবাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রির্জাভের অর্থ শিগগিরই ফিরে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দিহান অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, খোয়া যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। অর্থ আদায়ে সরকারও বসে নেই। সকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন ও সংবাদপত্রে মালিক, সম্পাদক ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রাক-বাজেট আলোচনা তিনি এসব কথা বলেন। বাংলাদেশী অনেক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ভারতীয় চ্যানেলে প্রচার হওয়ায় দেশের মিডিয়াগুলোর আয়ে নেতিবাচক পড়ার বিষয়টি তুলে দরা হয় বৈঠকে। এ সময় অর্থপ্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সরকার মনিটরিং করছে। বৈঠকে দীর্ঘসূত্রিতার কারণে সরকারি বড় প্রকল্পগুলোর ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি অর্থপ্রতিমন্ত্রীর নজরে আনেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে না। বিনিয়োগ বাড়াতে সরকারকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। বাজেটের আকারের দিকে নজর না দিয়ে একটি বাস্তবসম্মত বাজেট প্রণয়নের পরামর্শ দেন গণমাধ্যম সংশিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি