ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

লিবিয়ায় যুদ্ধকে উপেক্ষা করেই স্কুলে যাচ্ছে শিশুরা

প্রকাশিত : ১৪:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০১৬

লিবিয়ার বেনগাজিতে যুদ্ধকে উপেক্ষা করেই স্কুলে যেতে শুরু করেছে শিশুরা। সরকারি বাহিনী আর বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মাঝেই চলে ক্লাস। স্বাভাবিক জীবনের প্রত্যাশার পাশাপাশি তাদের কণ্ঠে যুদ্ধ বন্ধের আহ্বান। libya schoolথেমে থেমে এভাবেই গুলি, মর্টারের শব্দ ভেসে আসে যুদ্ধের নগরী লিবিয়ার বেনগাজীতে। ফ্রন্ট লাইনে সরকারি বাহিনী আর বিদ্রোহীদের মধ্যে অনেকদিন ধরে চলছে লড়াই। এর মাঝেই খুলেছে স্কুল, চলছে পাঠদান। সবকিছু উপেক্ষা করে স্কুলে আসছে শিশুরাও। যেকোন মূল্যে পড়াশোনা চালিয়ে যেতে চায় তারা। অস্ত্রের ঝনঝনানিতে দুই বছরের বেশি সময় ধরে বেনগাজীর অধিকাংশ স্কুল বন্ধ ছিল। অবশেষে অন্ধকারের পথে আলো দেখান ফাউজিয়া মুক্তার আবেইদ। অল্প কিছু সরকারি তহবিল আর শহরবাসীর সহায়তায় চালু করেন স্কুল। ২০১১ সালে স্বৈরশাসক মুয়াম্মর গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়াবাসী ভেবেছিল শান্তি আসবে, কিন্তু তা হয়নি। দখলের রাজনীতি শুরু হয় বিদ্রোহী গোষ্ঠিগুলোর মধ্যে। এরমধ্যেই উত্থান ঘটে অনেক সন্ত্রাসী সংগঠনের। প্রশাসনিক শূণ্যতায় জায়গা করে নেয় বিভিন্ন জঙ্গী সংগঠন। শুরু হয় সন্ত্রাস দমনের আরেক যুদ্ধ। পাঁচ বছর ধরে চলা যুদ্ধে বেনগাজী এখন বিধ্বস্ত নগরী। ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে অনেকে। রয়ে গেছে কেবল সহায় সম্বলহীন মানুষগুলো। অনিশ্চিয়তাকে সঙ্গী করে বেঁচে থাকার প্রাণপন লড়াই চলছে তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি