ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলো এর শিকার হচ্ছে উন্নয়নশীল দেশগুলোঃ মোশাররফ হোসেন

প্রকাশিত : ১৫:৩৫, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ২৫ এপ্রিল ২০১৬

জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলো দায়ী হলেও এর সবচেয়ে বড় শিকার হচ্ছে উন্নয়নশীল দেশগুলো; বলেছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে কৃষি ফসল উৎপাদনের বিষয়ে নতুন নতুন কৌশল নির্ধারণ করারও আহবান জানান তিনি। সোমবার সকালে রাজধানীর এক হোটেলে এশিয়ার প্রোডাকটিভিটি অর্গানাইজেশন ও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন আয়োজিত জলবায়ু পরিবর্তন শীর্ষক ওয়ার্কশপের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মোশারফ হোসেন।  চারদিন ব্যাপী এ কর্মশালায় ১৫ টি দেশের ২৬ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি