ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সিরিয়ায় আরো আড়াইশো সেনা পাঠানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট

প্রকাশিত : ১৫:৩৭, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩৭, ২৫ এপ্রিল ২০১৬

জঙ্গি গোষ্ঠি আইএস নির্মূলে সিরিয়ায় আরো আড়াইশো সেনা পাঠানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ার সমস্যা সমাধান করতে সামরিক হস্তক্ষেপ নয়, বরং রাজনৈতিক প্রক্রিয়ায় তা করতে হবে। তবে, আইএস এর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। এসময় তিনি রাশিয়া এবং ইরানসহ সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে যারা সহযোগিতা করছে তাদের ওপর আন্তর্জাতিক চাপ দেয়ার কথা জানান। আলোচনায় বসার জন্য যুদ্ধরত বিরোধী দলগুলোকেও আলোচনার জন্য চাপ দেয়ার কথা জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি