ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর রইজ পাগলার নির্মিত সাকোঁর জায়গায় সেতু নির্মান কাজের উদ্বোধন

প্রকাশিত : ২০:০২, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ২০:০২, ২৫ এপ্রিল ২০১৬

একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামে খালের ওপর দিন মজুর রইজ পাগলার গরু বিক্রির টাকায় নির্মিত সাকোঁর জায়গায় আনুষ্ঠানিক ভাবে সেতু নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। ৩২ লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট লম্বা ও ১৪ ফুট প্রশস্ত সেতু নির্মানের উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হাসান। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন, একুশে টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা, রইজ উদ্দিন পাগলাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। জনপ্রতিনিধিদের কাছে বার-বার গিয়েও কাজ না হওয়ায় দিনমজুর রইজ পাগলা নিজ উদ্যোগে ৯০ হাত লম্বা সাঁকো তৈরী করে দুই দৃষ্টিহীন ভিখারীকে দিয়ে উদ্বোধন করেন। যা নিয়ে একুশে টেলিভিশনে সংবাদ প্রচার প্রেক্ষিতে পুর্নাঙ্গ সেতু নির্মান কাজ শুরু করলো প্রশাসন। কাজের উদ্বোধন শেষে মিষ্টি বিতরণ করা হয়। এসময় রইজ পাগলার সমাজসেবী মনোভাব ও একুশে টেলিভিশনের গঠনমুলক সংবাদ প্রচারের প্রশংসা করেন প্রশাসন ও এলাকাবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি