ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চলছে নৌ ধর্মঘট, দেখা দিয়েছে জ্বালানি সংকট

প্রকাশিত : ১৩:৫৭, ২৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৫৭, ২৬ এপ্রিল ২০১৬

নৌ ধর্মঘটের কারণে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। ডিপোগুলোতে তেল উত্তোলন বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জরুরি সরবরাহের ব্যবস্থা না হলে, জ্বালানি তেলনির্ভর সব পরিবহনই বন্ধ হয়ে যেতে পারে। বিরূপ প্রভাব পড়তে পারে কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও। নৌ শ্রমিক ফেডারেশন বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল পন্যবাহী নৌ চলাচল। নদীর ডিপোঘাটে প্রতিটি ডিপোর জন্য আসা ৩০ থেকে ৩৫ লাখ লিটার তেল নিয়ে ভাসছে জাহাজ। কিন্তু, তেল উত্তোলন করা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে নদীপথে লাইটার জাহাজে আসা জ্বালানি তেল ভৈরবের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি ডিপোতে উত্তোলন করা হয়। পরে তা ভৈরব-আশুগঞ্জসহ আশপাশের আট জেলায় সরবরাহ করা হয়। বুধবার জাহাজ থেকে উত্তোলিত তেলের মজুদও এরই মধ্যে শেষ হয়ে গেছে। ডিপোগুলো তেলশূন্য হয়ে পড়েছে। একই চিত্র মংলা বন্দরে। সেখানেও পন্যবাহী জাহাজের মালামাল খালাস বন্ধ আছে। ওদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার দুপুরের শ্রমিক, মালিক ও সরকারের বৈঠকে এর সমাধান হবে বলেও আশা তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি